যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও থামছে না গাজায় ইসরায়েলের হামলা। সর্বশেষ শনিবার (২৮ জুন) ভয়াবহ হামলায় আরও অন্তত ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪ শতাধিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিশেষ করে বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়। গাজা সিটি, দেইর আল বালাহ, আল মাওয়াসিসহ বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটে।
এছাড়া, রাফাহ ও নেতজারিম করিডোরে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা OCHA জানিয়েছে, গাজার ৮২ শতাংশের বেশি এলাকা এখন ইসরায়েলের সামরিক অভিযান ও নিয়ন্ত্রণের আওতায়।
গত মার্চে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার পর নতুন করে বাস্তুচ্যুত হয়েছে আরও ৬ লাখ ৮৪ হাজার ফিলিস্তিনি। গাজায় প্রায় ২০ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৬ হাজার ৪০০-এর বেশি মানুষ এবং আহত হয়েছেন ১ লাখ ৩৩ হাজারেরও বেশি।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, ক্রমাগত এ হামলায় গাজার মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে।