ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লায় ধর্ষণের ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ, কঠোর শাস্তির দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার মুরাদনগরে আলোচিত নারী ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, অপরাধীর যত বড়ই ক্ষমতার উৎস থাকুক না কেন, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না।

রোববার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে তিনি লিখেন, কুমিল্লার মুরাদনগরে এক নারীর ওপর সংঘটিত পাশবিক নির্যাতন অত্যন্ত লজ্জাজনক ও ন্যাক্কারজনক ঘটনা। ধর্ষণকারী যেই হোক, তাকে যেকোনো মূল্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তিনি আরও বলেন, যারই যত বড় খুঁটির জোর থাকুক না কেন, কোনোভাবেই তাকে ছাড় দেওয়া চলবে না। অন্যথায়, সমাজ পুরোপুরি জংলি সমাজে পরিণত হবে।

এদিকে, এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি ফজর আলীকে (৩৮) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ধর্ষণের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, গত ২৬ জুন রাত ৮টার দিকে মুরাদনগরের রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামের ফজর আলীর বিরুদ্ধে স্থানীয় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ সময় এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে আহত অবস্থায় ফজর আলী পালিয়ে যায়। ঘটনাস্থলে থাকা কিছু ব্যক্তি ভিকটিমের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

ঘটনার পরপরই মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে গত শুক্রবার (২৭ জুন) নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা রুজু করা হয়।

জানা গেছে, ভুক্তভোগী নারী দুই সন্তানের জননী এবং তার স্বামী দুবাই প্রবাসী। অভিযুক্ত ফজর আলী একই গ্রামের শহীদ মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স