ঢাকা | বঙ্গাব্দ

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধি অনুমোদনের রায় স্থগিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2025 ইং
ছবির ক্যাপশন:

২০১৮ সালে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধি অনুমোদনের আপিল বিভাগের রায় স্থগিত করেছে সর্বোচ্চ আদালত। রোববার (২৯ জুন) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

এর আগে, ২০১৭ সালে বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত ঐতিহাসিক মাসদার হোসেন মামলার রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের চাকরির শৃঙ্খলা বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়। পরে ২০১৮ সালের ৩ জানুয়ারি আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ বিধিমালা অনুমোদনের আদেশ দেন।

তবে গত ৮ মে শিশির মনিরসহ আটজন আইনজীবী তৃতীয় পক্ষ হিসেবে ওই আদেশ পুনর্বিবেচনার আবেদন করেন। ২১ মে আবেদনটি আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে। আদালত শুনানির জন্য বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।

এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার শুনানি অনুষ্ঠিত হয়। আজ রোববার এ বিষয়ে আদেশ দেন আপিল বিভাগ। আদালতের আদেশে বলা হয়, আপাতত ২০১৮ সালের শৃঙ্খলা বিধি অনুমোদনের আদেশ স্থগিত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স