ঢাকা | বঙ্গাব্দ

দুর্নীতি মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে আইনি পদক্ষেপের সমালোচনা ট্রাম্পের

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2025 ইং
ছবির ক্যাপশন:

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলার তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি নিজের ক্ষোভ প্রকাশ করেন। ট্রাম্প বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে তার দেশে যা ঘটছে তা অত্যন্ত ভয়াবহ। তিনি নেতানিয়াহুকে একজন ‘যুদ্ধনায়ক’ হিসেবেও উল্লেখ করেন।

ট্রাম্প অভিযোগ করেন, নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান মামলাগুলো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি প্রশ্ন তুলে বলেন, একজন প্রধানমন্ত্রীকে কীভাবে দিনের পর দিন আদালতের কাঠগড়ায় বসিয়ে রাখা হয়?

তিনি আরও দাবি করেন, নেতানিয়াহুর বিরুদ্ধে এই আইনি প্রক্রিয়া ইরান ও হামাসের সাথে শান্তি আলোচনা ব্যাহত করছে। ইরানের পরমাণু হুমকি মোকাবেলায় নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সঙ্গে দুর্দান্তভাবে কাজ করেছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প।

এর আগেও নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো বাতিল করা উচিত এবং তাকে নিঃশর্ত ক্ষমা দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স