ফিফা ক্লাব বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে চেলসি বেনফিকাকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টারে উঠেছে। ম্যাচের নিয়মিত সময় ৯০ মিনিটে স্কোর ছিল ১-১ সমান।
ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ৬৪ মিনিটে রিস জেমসের গোলে চেলসি এগিয়ে যায়। কিন্তু ৮৫ মিনিটে বজ্রপাতের কারণে ম্যাচ দুই ঘণ্টা বন্ধ হয়ে যায়। খেলা পুনরায় শুরু হলে চেলসি জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলো।
তখন ইনজুরি টাইমে আর্জেন্টাইন ডি মারিয়া বেনফিকার পক্ষে গোল করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনে। এরপর ম্যাচ এক্সট্রা টাইমে গড়ায়। অতিরিক্ত সময়ে ক্রিস্টোফার কুনকু, পেদ্রো নেতো এবং ডিউসবারি গোল করে চেলসির হয়ে স্কোর এগিয়ে নিয়ে যায় এবং বেনফিকার গোলের খাতা পুরণ করে।
অবশেষে মাত্র ১০ জন খেলোয়াড় নিয়ে খেলতে থাকা বেনফিকাকে বিদায় নিতে হয় এই প্রতিযোগিতায়।
আগামী ৪ জুলাই চেলসি কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ক্লাব পালমেইরাসের মুখোমুখি হবে।