কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের বাসিন্দা গোরখোদক মনু মিয়া আর নেই। শনিবার (২৮ জুন) সকাল ১০টায় আলগাপাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মনু মিয়ার জানাজায় অংশ নিতে এবং দাফনকাজে সহায়তা করতে রাজধানী ঢাকার জনপ্রিয় অভিনেতা খাইরুল বাশার ছুটে আসেন। দাফন সম্পন্ন করার পর মনু মিয়ার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে সাক্ষাৎ করেন এবং যেকোনো প্রয়োজনে তাকে ফোন করে জানাতে বলেন।
আজ সন্ধ্যায় ঢাকার এক অনুষ্ঠানে সেরা নাট্য অভিনেতার পুরস্কার গ্রহণের কথা থাকলেও খাইরুল বাশার সেখানে না গিয়ে মনু মিয়ার জানাজায় অংশগ্রহণ করেন।
মনু মিয়ার মৃত্যু সংবাদ জানার পর খাইরুল বাশার ফেসবুকে শোক প্রকাশ করে লিখেছেন, “মনু কাকা শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
খাইরুল বাশার বলেন, “মনু কাকা দীর্ঘদিন ঢাকায় ছিলেন। তিন দিন আগে তিনি বাড়ি ফিরেছিলেন এবং বলছিলেন আগের চেয়ে অনেক সুস্থ আছেন। আল্লাহ তাঁর সুস্থ হয়ে বাড়ি ফেরার ইচ্ছা কবুল করেছেন। তিনি নিজ গ্রামে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। তাঁর মহৎ কর্মের কারণে আল্লাহ তাকে স্বপ্নের ঘোড়া উপহার দেবেন। সবাই মনু কাকার জন্য দোয়া করবেন।”
তিনি আরও জানান, “মনু কাকা ছিলেন একদম খাঁটি মানুষ, আমার দেখা সেরা মানুষ। যখন আমি হাসপাতালে গিয়েছিলাম, তখন তাঁর জন্য ঘোড়া কিনে দিতে চেয়েছিলাম, কিন্তু তিনি বলেছিলেন আমি ঘোড়া কিনলে ৫-৭টা কিনতে পারবো। ঢাকার চিকিৎসা শেষে বাড়ি ফিরে তিনি আমাকে বেড়াতে আসার জন্য ফোন করেছিলেন। সেই কথাটা পালন করতে না পারায় আমার মন খুব খারাপ হয়েছে।”
মনু মিয়া জীবদ্দশায় প্রায় সাড়ে তিন হাজার কবর খনন করেছেন। কবর খোঁড়ার কাজে স্থানান্তরিত হতে তিনি ঘোড়া ব্যবহার করতেন। কিছুদিন আগে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন তিনি। সেই সময় দুর্বৃত্তরা রহস্যজনকভাবে তাঁর ঘোড়াটিকে হত্যা করে।