ইরান-চীন অস্ত্র ক্রয়ের খবর গুজব, দাবি তেহরানের
ইরান ও চীনের মধ্যে সামরিক সরঞ্জাম ও উন্নত যুদ্ধবিমান ক্রয়ের খবরকে সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের একটি দায়িত্বশীল সূত্র বলেছে, কিছু অজ্ঞাতনামা ও অবিশ্বস্ত চীনা সংবাদমাধ্যমকে উদ্ধৃতি দিয়ে যেভাবে ইরান-চীন অস্ত্র ক্রয়ের সংবাদ প্রকাশ করা হয়েছে, তা ভিত্তিহীন এবং এটি জায়োনিস্ট শাসকগোষ্ঠীর পরিকল্পিত অপপ্রচারের অংশ।
সম্প্রতি ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ চীন সফরে যান। সেই সফরের জেরে কিছু বিদেশি গণমাধ্যম দাবি করে, ইসরায়েলের সঙ্গে সদ্য সমাপ্ত ১২ দিনের যুদ্ধের পরই চীন সফরে গিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী এবং সেখানে তিনি উন্নত যুদ্ধবিমানসহ সামরিক সরঞ্জাম কেনার উদ্যোগ নিয়েছেন।
তবে শনিবার ইরানের এক অবগত সূত্র এই দাবিকে পুরোপুরি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘এই খবর সম্পূর্ণ গুজব। এর কোনো বাস্তবতা নেই। এটি জায়োনিস্টদের ষড়যন্ত্রমূলক প্রচারণার অংশ।’
তিনি আরও জানান, প্রতিরক্ষামন্ত্রীর চীন সফরের মূল উদ্দেশ্য ছিল সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণ ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করা, এর বাইরে কোনো অস্ত্র ক্রয়ের বিষয় নেই।