ঢাকা | বঙ্গাব্দ

সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন থাকবে পাকিস্তান: আসিম মুনির

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2025 ইং
ছবির ক্যাপশন:

পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির বলেছেন, পাকিস্তান সর্বদা তার সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষা করবে। তিনি আরও বলেন, ‘যদি কেউ পাকিস্তানের সার্বভৌমত্বে আঘাত হানার চেষ্টা করে, তা একটি মারাত্মক ভুল হবে। শত্রুদের ভুল ধারণা হলে যে আমরা তা মেনে নেব, তা খুবই বিপজ্জনক ভুল বোঝাবুঝি হবে।’

এই মন্তব্য তিনি পাকিস্তান নেভাল একাডেমিতে ১২৩তম মিডশিপম্যান ও ৩১তম শর্ট সার্ভিস কমিশন কোর্সের কমিশনিং প্যারেডে ভাষণ দিতে গিয়ে বলেন।

আসিম মুনির বলেন, ‘আমাদের সামুদ্রিক যোদ্ধাদের মনোমুগ্ধকর এই প্যারেড পর্যালোচনা করতে পেরে আমি গর্বিত।’ তিনি ক্যাডেটদের শৃঙ্খলা ও উদ্যমের প্রশংসা করে বলেন, ‘এটি পাকিস্তান নেভাল একাডেমির প্রশিক্ষণের উচ্চমানের প্রমাণ।’

সেনাপ্রধান কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ক্যাডেটদের অভিনন্দন জানান এবং তুরস্ক, বাহরাইন, ইরাক, ফিলিস্তিন ও জিবুতি থেকে আগত বিদেশি ক্যাডেটদের প্রতি বিশেষ শুভেচ্ছা জানান।

নতুন নৌবাহিনী কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা এখন পাকিস্তান নেভির অংশ হতে যাচ্ছেন, একটি বাহিনী যেটি দৃঢ় নৈতিকতা, উন্নত সামরিক দক্ষতা এবং অনন্য পেশাদার ঐতিহ্যের জন্য পরিচিত। আমি আপনাদের সব সময় অপারেশনাল প্রস্তুতি উন্নত রাখার আহ্বান জানাই।’

তিনি আরও উল্লেখ করেন, নৌযুদ্ধের প্রকৃতি দ্রুত পরিবর্তিত হচ্ছে, তাই একটি আধুনিক, শক্তিশালী এবং কার্যকর সামুদ্রিক বাহিনী গঠনের গুরুত্ব দিন দিন বাড়ছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স