জামালপুরের ইসলামপুর উপজেলায় এক ইউপি সদস্য আব্দুর রহিমকে তার নিজ বাড়ির উঠানে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনা ঘটে শনিবার (২৯ জুন) রাত দেড়টার দিকে উপজেলার জিগাতলা চর এলাকায়।
নিহত আব্দুর রহিম কুলকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন এবং একইসঙ্গে কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকে আব্দুর রহিমকে তার ঘর থেকে ডেকে বের করে নিয়ে যাওয়া হয়। যখন তিনি বাড়ির উঠানে আসেন, তখন ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত তাকে কুপিয়ে আহত করে। এ সময় তার স্ত্রী ও আত্মীয়রা বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয়। এ ঘটনায় ঘটনাস্থলেই আব্দুর রহিম মারা যান। পরে রোববার সকালে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।