ঢাকা | বঙ্গাব্দ

আগামী মাসের মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর হবে: আলী রীয়াজ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2025 ইং
ছবির ক্যাপশন:

আবু সাঈদের মৃত্যুবার্ষিকীতে ‘জুলাই সনদ’ স্বাক্ষরের পরিকল্পনা থাকলেও সেটি এখন রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে যেকোনো পরিস্থিতিতেই আগামী মাসের মধ্যে এই সনদে স্বাক্ষর সম্পন্ন হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।

রোববার (২৯ জুন) দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের বৈঠকের আগে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

আলী রীয়াজ বলেন, জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষা বিবেচনায় নিয়ে ঐকমত্য কমিশন তাদের আগের অবস্থান থেকে অনেকটাই এগিয়েছে। রাজনৈতিক দলগুলোর দেওয়া বহু প্রস্তাবই ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। এখন দলগুলোকেও কিছু ছাড় দিয়ে সমঝোতার পথে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের উদ্দেশ্য কাউকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো নয়। আমাদের দায়িত্ব জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহায়ক পরিবেশ তৈরি করা। দেশের রাজনৈতিক দলগুলোর মাধ্যমেই আগামীতে শাসন ব্যবস্থার কাঠামো ও চেহারা নির্ধারিত হবে।

আলী রীয়াজ আরও বলেন, সংবিধান যাতে কোনো ব্যক্তি বা দলের স্বার্থে পরিবর্তিত না হয়, তা সাংবিধানিকভাবে সুরক্ষিত করতে হবে। একই সঙ্গে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স