ঢাকা | বঙ্গাব্দ

অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী সারাদেশে পদযাত্রার ঘোষণা এনসিপির

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2025 ইং
ছবির ক্যাপশন:

অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত সারাদেশে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ জুন) দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, এই কর্মসূচি শুরু হবে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে। এরপর ১৬ জুলাই পালিত হবে বৈষম্যবিরোধী শহীদ দিবস। ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র-জনতার ইশতেহার পাঠ করা হবে এবং ৫ আগস্ট উদযাপিত হবে ছাত্র-জনতার মুক্তি দিবস।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নিষিদ্ধ না করায় ক্ষোভ প্রকাশ করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই আন্দোলনের কর্মীরা কারও অনুমতির অপেক্ষায় নেই। প্রয়োজনে অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে নিজস্ব ঘোষণাপত্র প্রকাশ করা হবে।

নির্বাচনের আগে ‘বিচারের রোডম্যাপ’ ঘোষণার দাবিও জানান তিনি। বলেন, যে সরকারই আসুক, বিচার প্রক্রিয়া অব্যাহত রাখার অঙ্গীকার থাকতে হবে।

এ সময় সারজিস আলমকে আহ্বায়ক এবং অনিক রায়কে সদস্য সচিব করে অভ্যুত্থান দিবস উদযাপন কমিটির নামও ঘোষণা করা হয়।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স