ভারতের ওডিশা রাজ্যের পুরীতে ঐতিহাসিক রথযাত্রায় পদদলিত হয়ে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (২৯ জুন) ভোর ৪টা থেকে ৫টার মধ্যে পুরীর জগন্নাথ মন্দির থেকে তিন কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন বোলাগড়ের বাসন্তী সাহু, প্রেমাকান্ত মোহান্তি এবং বালিপাটনার প্রভাতী দাস।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রথ টানার সময় বিপুলসংখ্যক ভক্ত দড়ি ধরার জন্য একসঙ্গে ছুটে গেলে হুড়োহুড়ির সৃষ্টি হয়। এতে অনেকে ভিড়ের চাপে পিষ্ট হন।
ঘটনার পর দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং ভিড় সামাল দিতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।