ঢাকা | বঙ্গাব্দ

সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রে ঢুকতে পারবেন ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষার্থীরা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2025 ইং
ছবির ক্যাপশন:

যানজট ও জনদুর্ভোগ এড়াতে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা সকাল ৮টা ৩০ মিনিট থেকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। শিক্ষার্থীদের সুবিধার্থে এই বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

শনিবার (২৮ জুন) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরীক্ষা কেন্দ্র এলাকায় যানজট ও জনদুর্ভোগ কমাতে শিক্ষার্থীদের সকাল সাড়ে ৮টার পর থেকেই কেন্দ্রে ঢোকার অনুমতি দেওয়া হবে। এ বিষয়ে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পরীক্ষাকক্ষে প্রবেশ ও অন্যান্য পরীক্ষাসংক্রান্ত নিয়মাবলী আগের মতোই বহাল থাকবে।

এ নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব কেন্দ্রের জন্য প্রযোজ্য। এ সংক্রান্ত চিঠির অনুলিপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয় এবং বোর্ডের সংশ্লিষ্ট শাখাগুলোর কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল ১০টায় সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে প্রায় ১২ লাখ ৫১ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রথম দিন অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে ৪৩ জনকে।

বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী, লিখিত পরীক্ষা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২১ আগস্টের মধ্যে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স