বলিউড তারকা আমির খান বলেন, এখন সাধারণ মানুষের জন্য সিনেমা হলে যাওয়া সহজ নয়। তার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিতারে জামিন পার’ নিয়ে পিঙ্কভিলার এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
সিনেমা ও প্রেক্ষাগৃহের বর্তমান পরিস্থিতি নিয়ে আমির Khan বলেন, আগে যখন তিনি অভিনয় শুরু করেছিলেন, তখন কেবল সিঙ্গেল স্ক্রিন হলে দিনে চারটি শো হতো। পরে মাল্টিপ্লেক্স সিনেমা হলের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং সিঙ্গেল স্ক্রিন হল কমে যায়। বর্তমানে অধিকাংশ সিনেমা মাল্টিপ্লেক্সেই দেখা হয়, যা সাধারণত শহরের ব্যয়বহুল শপিং মলগুলোতে অবস্থিত।
তিনি বলেন, মাল্টিপ্লেক্সগুলোর ভাড়া ও রক্ষণাবেক্ষণের খরচ এত বেশি যে টিকিটের দাম অনেক বেড়ে গেছে, যা অনেকের পক্ষে বহনযোগ্য নয়। আমির স্পষ্ট করেন, সিনেমা একসময় ছিল সাধারণ মানুষের জন্য ‘মাস মিডিয়াম’, যেখানে সবাই সিনেমা দেখতে পারত, কিন্তু এখন সেই সুযোগ অনেকটাই কমে গেছে। বিশেষ করে সিঙ্গেল স্ক্রিন হল প্রায় বিলুপ্ত হওয়ায় সাধারণ মানুষের সিনেমা হলে যাওয়া কঠিন হয়ে পড়েছে।
তিনি যোগ করেন, এটি কোনো অভিযোগ নয়, তবে পার্থক্য বড় রকমের এবং তা লক্ষণীয়। সমাধানের জন্য তিনি ‘লো-কস্ট সিনেমা হল’ তৈরির প্রস্তাব দিয়েছেন। আমির বলেন, চীনে প্রায় ৯০ হাজার স্ক্রিন এবং আমেরিকায় ৩৫ হাজার স্ক্রিন রয়েছে, এটা দেখে তিনি দুঃখিত হন যে, ভারতের মতো জনবহুল দেশে প্রত্যন্ত অঞ্চলে একটিও সিনেমা হল নেই। যদি সস্তায় সিনেমা হল নির্মাণ করা যায়, তা পুরো ইন্ডাস্ট্রির জন্য লাভজনক হবে।