ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পরেছিলাম ৩ ঘণ্টা: আলি শামখানি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2025 ইং
ছবির ক্যাপশন:

ধ্বংসস্তূপের নিচে প্রায় তিন ঘণ্টা আটকা পড়েন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শীর্ষ উপদেষ্টা আলি শামখানি। নড়াচড়া করতে না পারায় ওই অবস্থাতেই আদায় করেন ফজরের নামাজ। ইসরায়েলি হামলা থেকে বেঁচে ফেরার এই ভয়ঙ্কর গল্প নিজেই রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিকে দেয়া এক সাক্ষাৎকারে বর্ণনা করেছেন তিনি।

গত ১৩ জুন ইসরায়েল শামখানির হত্যার দাবি করেছিল। এরপর গুরুতর আহত হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। কিন্তু এসব গুঞ্জন উড়িয়ে, ইরানের সামরিক কমান্ডার ও বিজ্ঞানীদের গণ জানাজায় অংশ নিতে জনসম্মুখে হাজির হন আলি শামখানি।

তিনি বলেন, হামলার সময় প্রথমে মনে হয়েছিল ভূমিকম্প হয়েছে, পরে বুঝতে পারেন এটি একটি হামলা। তার বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শামখানির ভাষায়, তিনি নেহাৎ ভাগ্যের জোরেই বেঁচে ফিরেছেন।

আলি শামখানি ইরানের শীর্ষ শাসন কাঠামোর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি আগে নৌবাহিনীর কমান্ডার ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শীর্ষ উপদেষ্টা এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স