ঢাকা | বঙ্গাব্দ

ছাত্রদল নেতা জনি হত্যা: সাবের হোসেন চৌধুরীসহ ৬২ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2025 ইং
ছবির ক্যাপশন:

বিএনপির ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে অপহরণ, গুম ও পরে ক্রসফায়ারের মাধ্যমে হত্যার অভিযোগে সাবের হোসেন চৌধুরী, আছাদুজ্জামান মিঞাসহ ৬২ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি।

রোববার (২৯ জুন) সকালে ট্রাইব্যুনালে এ অভিযোগ আনেন বিএনপির মামলা ও সমন্বয় বিষয়ক প্রধান সালাহউদ্দিন খান।

তিনি জানান, ২০১৫ সালের জানুয়ারি মাসে নুরুজ্জামান জনি তার বন্ধুকে দেখতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান। সেখান থেকে তাকে অপহরণ করা হয়। পরে গুম করে দুই দিন পর তাকে ১৬টি গুলি করে হত্যা করা হয়, যা ক্রসফায়ারের নামে চালানো হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৫ সালের ১৯ জানুয়ারি সকালে জনি তার সহপাঠী মইনসহ ছোট ভাই মনিরুজ্জামান হীরাকে দেখতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান। ফেরার পথে তাদের অবৈধভাবে আটক করা হয় এবং অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরে তাদের ডিবি পুলিশের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণ কার্যালয়ে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করা হয়।

জনির বাবা ইয়াকুব বলেন, "আমার ছেলেকে নির্মমভাবে গুলি করে বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। যারা এই ঘটনায় জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স