প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ এবং ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হবে। রোববার (২৯ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।
শফিকুল আলম জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের যে সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল, সেটি থেকে সরকার সরে এসেছে। ফলে ওই দিন আর কোনো দিবস পালন করা হবে না।
এর আগে, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দিনটিকে স্মরণীয় করে রাখতে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করেছিল সরকার। দিবসটি প্রতি বছর যথাযথ মর্যাদায় পালনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছিল এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছিল।
তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ৮ আগস্ট আর কোনো দিবস হিসেবে পালন করা হবে না বলে স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।