ঢাকা | বঙ্গাব্দ

মুরাদনগরের আ.লীগ নেতার অপকর্ম বিএনপির ওপর চাপানোর চেষ্টা চলছে: রিজভী

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার মুরাদনগরে সংঘটিত ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতার অপকর্ম বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন ঘটনা নিয়ে সরকার ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

রোববার (২৯ জুন) রাজধানীতে গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে গঠিত উপকমিটির নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, দেশের বিভিন্ন ঘটনার আড়ালে বিএনপিকে দায়ী করার ষড়যন্ত্র চলছে। মুরাদনগরের ঘটনা তারই অংশ। প্রকৃত অপরাধীদের রক্ষা করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি আরও জানান, আগামী ১ জুলাই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবার, গুম-খুনের শিকার পরিবার ও সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থাকবেন।

রিজভী আহমেদ বলেন, ক্ষমতায় যাওয়া বিএনপির একমাত্র লক্ষ্য নয়, বরং শহীদদের স্বপ্ন বাস্তবায়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। তিনি সবাইকে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স