ঢাকা | বঙ্গাব্দ

পিআর সিস্টেমে নির্বাচন চেয়ে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করার চক্রান্ত চলছে: মির্জা আব্বাস

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2025 ইং
ছবির ক্যাপশন:

সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়ে একটি গোষ্ঠী দেশ ও জাতির ধ্বংসের ষড়যন্ত্রে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, পিআর সিস্টেমের নামে দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে।

রোববার (২৯ জুন) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, দেশের মানুষ প্রচলিত নির্বাচন ব্যবস্থার সঙ্গে পরিচিত ও অভ্যস্ত। তাই নতুন নতুন দাবি তুলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র সফল হবে না। তিনি অভিযোগ করে বলেন, একটি মহল দেশ-বিদেশে ষড়যন্ত্র করে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, দলের মধ্যে চাঁদাবাজদেরও কোনো ছাড় দেওয়া হবে না। যদি কেউ বিএনপির পরিচয়ে চাঁদাবাজি করে, তাকেও প্রতিরোধ করতে হবে। এখন দলের মধ্যে অনেকেই হালুয়া-রুটির ভাগ নিতে আসছে, এদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স