ঢাকা | বঙ্গাব্দ

এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা কাজে না ফিরলে আরও কঠোর হবে সরকার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2025 ইং
ছবির ক্যাপশন:

সরকার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অধীনস্থ সকল কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনসমূহের সকল শ্রেণির চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করেছে। এ সংক্রান্ত সিদ্ধান্তের পাশাপাশি, অনতিবিলম্বে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা কাজে ফিরতে না পারলে সরকার আরও কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি জানানো হয়েছে।

রোববার (২৯ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের বাজেট ব্যবস্থাপনায় উন্নয়নমুখী কার্যক্রম পরিচালনার প্রধান সীমাবদ্ধতা দুর্বল রাজস্ব সংগ্রহ ব্যবস্থা। রাষ্ট্রের প্রয়োজনীয়তার তুলনায় রাজস্ব সংগ্রহ অনেক কম এবং এর পেছনে রয়েছে রাজস্ব আহরণ ব্যবস্থাপনার দুর্বলতা, অনিয়ম ও দুর্নীতি।

এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার সকল অংশগ্রহণকারীর পরামর্শ অনুযায়ী এনবিআর পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে। সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে, গত দুই মাস ধরে কিছু কর্মকর্তা-কর্মচারী রাজস্ব সংস্কারকে বাধাগ্রস্ত করতে আন্দোলনের নামে দেশের ব্যবসা-বাণিজ্য, আমদানি-রফতানি ও রাজস্ব আদায় কার্যক্রম অনৈতিক ও অন্যায়ভাবে বিঘ্নিত করছে, যা অগ্রহণযোগ্য।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সংস্কারের বিরোধিতা ছাড়াও অর্থবছরের শেষ দুই মাসে তারা রাজস্ব আদায় কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত করেছে। এই আন্দোলন পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক, যা জাতীয় স্বার্থ এবং নাগরিক অধিকারের পরিপন্থি।

সরকার দাবি বিবেচনায় নিয়ে আলোচনায় আসার আহ্বান জানালেও কর্মকর্তারা তা উপেক্ষা করেছে। আলাপ-আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধান না করে তারা আন্দোলনের নামে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে।

এই পরিস্থিতিতে, অতি জরুরি আমদানি-রফতানি ও বৈদেশিক বাণিজ্যের কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে সরকার এনবিআরের আওতাধীন সকল কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশনের চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করেছে।

সরকার আশা করছে, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত কর্মস্থলে ফিরে এসে আইনবিরোধী ও জাতীয় স্বার্থবিরোধী কার্যক্রম থেকে সরে আসবেন। অন্যথায় দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষায় কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে সরকার।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স