ঢাকা | বঙ্গাব্দ

ইউক্রেনের পোক্রভস্ক দখলে রাশিয়ার লক্ষাধিক সেনা মোতায়েন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2025 ইং
ছবির ক্যাপশন:

ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর পোক্রভস্ক দখলে রাশিয়া প্রায় ১ লাখ ১০ হাজার সেনা মোতায়েন করেছে বলে দাবি করেছেন ইউক্রেনীয় সামরিক বাহিনীর প্রধান ওলেক্সান্দর সিরস্কি। শুক্রবার (২৯ জুন) তিনি এই তথ্য জানান।

সিরস্কি বলেন, বর্তমানে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ ফ্রন্টলাইনের সবচেয়ে উত্তপ্ত যুদ্ধে পোক্রভস্ক অঞ্চল অন্যতম। রাশিয়া এক বছর ধরে এই শহরটি দখলের জন্য একের পর এক হামলা চালিয়ে আসলেও এখনও সফল হতে পারেনি।

যুদ্ধের শুরু থেকেই পোক্রভস্ক ছিল মস্কোর কাছে একটি কৌশলগত গুরুত্বপূর্ণ লক্ষ্য। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায় এক বছর ধরে এই অঞ্চলটি দখলের চেষ্টা করছেন। তবে পর্যাপ্ত সেনা ও অস্ত্র থাকা সত্ত্বেও পোক্রভস্ক দখলে ব্যর্থ হয়েছেন তিনি।

অন্য ফ্রন্টগুলোতেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা শহরে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত দুই জন নিহত হয়েছেন।

এদিকে, রাশিয়া অধিকৃত ক্রাইমিয়ায় রুশ সামরিক ঘাঁটিতে হামলায় তিনটি হেলিকপটার ধ্বংসের দাবি করেছে কিয়েভ।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স