ঢাকা | বঙ্গাব্দ

নোয়াখালীতে কিশোরীকে ৫ মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগে আটক ১

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2025 ইং
ছবির ক্যাপশন:

নোয়াখালীর হাতিয়া উপজেলার এক কিশোরীকে অপহরণ করে পাঁচ মাস ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগে জাহেদ হোসেন (৩৭) নামে একজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২৮ জুন) রাতে র‍্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

র‍্যাব জানায়, গত ৬ জানুয়ারি সকালে জাহেদ ভুক্তভোগীর মুখে চেতনানাশক স্প্রে ছুঁড়ে তাকে অপহরণ করে। এরপর চট্টগ্রামের কাপ্তাই রোডের মাথায় একটি দোকানের পিছনে ভুক্তভোগীকে আটকে রেখে দীর্ঘ সময় ধর্ষণ করে। ভুক্তভোগী প্রতিবাদ করলে জাহেদ ধারালো ছুরি দিয়ে তার ডান হাতের কনুইতে জখম করে।

র‍্যাব আরও জানায়, জাহেদ কিশোরীকে নদী ও ট্রেনের নিচে ফেলে হত্যা চেষ্টা করে। এছাড়া জোরপূর্বক ওষুধ খাইয়ে ভ্রূণ নষ্ট করানো হয়। গত ১৮ জুন দুপুরে জাহেদ ভুক্তভোগীকে তার বাড়ির কাছে ফেলে যায়।

র‍্যাব-১১ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, ঘটনার পর ভুক্তভোগীর মা-বাবা হাতিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ির ভক্তপুর ইউনিয়নের সাঁকোতলা বাজার থেকে জাহেদকে গ্রেফতার করা হয়। এরপর তিনজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়। গ্রেফতার জাহেদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স