ঢাকা | বঙ্গাব্দ

প্রথমবার জুটি বাঁধছেন চঞ্চল ও ঋতুপর্ণা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2025 ইং
ছবির ক্যাপশন:

২৫ বছর আগের একটি ঘটনার প্রভাব পড়ে তিনটি জীবনের উপর, যা তাদের ভবিষ্যত বদলে দেয়। অতীত ফিরে এসে কীভাবে এই তিনটি জীবনের সমীকরণ পরিবর্তিত হয়, এমন এক গল্প নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণ করছেন অমিতাভ ভট্টাচার্য।

‘ত্রিধারা’ শিরোনামে এই সিনেমায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, কৌশিক গাঙ্গুলি এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। বিশেষ হলো, এই সিনেমায় প্রথমবারের মতো চঞ্চল ও ঋতুপর্ণাকে জুটিতে দেখা যাবে।

নতুন সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে চঞ্চল চৌধুরী জানান, এই প্রকল্প নিয়ে ইতোমধ্যে একাধিকবার আলোচনা হয়েছে, যদিও এখনও কিছুই চূড়ান্ত হয়নি। গল্প শুনে তিনি মনে করেছেন কাজটি ভালো হবে। তিনি আরও বলেন, কোনো সিনেমায় যুক্ত হওয়ার আগে বেশ কিছু প্রক্রিয়া থাকে যা এখনো সম্পন্ন হয়নি। তবে মনে হচ্ছে এই কাজটি হবে।

চঞ্চলের সঙ্গে কথা বলার পর ভারতীয় গণমাধ্যমে কথা বলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি জানান, এখনও সবকিছু চূড়ান্ত হয়নি। ছবিটির কাজ শুরু হবে কিনা তা পরিস্থিতির ওপর নির্ভর করবে। সবকিছু ঠিক থাকলে ছবির কাজ শীঘ্রই শুরু হবে। এ সবই এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

ঈদে মুক্তিপ্রাপ্ত চঞ্চল চৌধুরীর ‘উৎসব’ সিনেমাটি ভালো সাড়া ফেলেছে। মুক্তির ২০ দিন পেরিয়ে গেলেও দর্শকরা ছবিটি দেখতে হুড়োহুড়ি করছে। এছাড়া ‘ইনসাফ’ ছবিতে তার কেমিও চরিত্র দর্শকদের মন জয় করেছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স