ঢাকা | বঙ্গাব্দ

ধর্ষণের মতো ঘটনা সমাধান না করে রাজনৈতিক ট্যাগ দেয়া ভালো বিষয় নয়: আমীর খসরু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2025 ইং
ছবির ক্যাপশন:

ধর্ষণের মতো ঘটনার সমাধান না করে রাজনৈতিক কাজে ব্যবহার করা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (২৯ জুন) বিকেলে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে কানাডিয়ান হাইকমিশনারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘আগামী নির্বাচনে সুবিধা পাওয়ার উদ্দেশ্যে নিজেদের নির্বাচনী পথে সুবিধা নিতে এসব ঘটনা সমাধান না করে রাজনৈতিক রঙ দান করার চেষ্টা দুঃখজনক। প্রশাসনকে এ বিষয়ে আরও সক্রিয় হতে হবে।’

তিনি আরও বলেন, ‘মিথ্যাচার ও অপপ্রচার দিয়ে জনগণের মনোযোগ অন্যত্র নিয়ে যাওয়ার সুযোগ নেই। যারা এমন অপচেষ্টা করছে, তারা কোনো লাভবান হবে না।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে সংশ্লিষ্টরা সকল প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন না হবে—এ ধরনের কোনো খবর নেই। দ্বিমত থাকতেই পারে, কিন্তু সব সমস্যার সম্মুখীন হয়ে এগিয়ে যেতে হবে।’


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স