ঢাকা | বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষাকেন্দ্রের সামনে গুলি, অস্ত্রসহ গ্রেফতার ১

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2025 ইং
ছবির ক্যাপশন:

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্রে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১৪৪ ধারা ভঙ্গ করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অস্ত্রসহ সাব্বির হোসেন দীপু (৩০) নামের একজনকে পুলিশ গ্রেফতার করেছে।

রোববার (২৯ জুন) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত দীপু টংগিবাড়ীর বেতকা এলাকার আবুল কালামের ছেলে হলেও বর্তমানে নারায়গঞ্জের ফুতুল্লা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ কর্মকর্তা জানান, দুপুরের দিকে পরীক্ষার শেষ পর্যায়ে রামপাল কলেজের সামনে একটি প্রাইভেটকার ও একটি অটোরিকশার মধ্যে ধাক্কাধাক্কি হয়। প্রাইভেটকারে থাকা দীপুসহ দুইজন গাড়ি থেকে নামার পর অটোরিকশাচালকের সঙ্গে কথা কাটাকাটির ঘটনা ঘটে।

পরে কেন্দ্রে উপস্থিত পুলিশ সদস্যরা দীপুকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সে অস্ত্র বের করে গুলি চালায়। এ সময় পুলিশ ও ছাত্র-জনতা তাকে আটক করে। বর্তমানে তাকে নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স