ঢাকা | বঙ্গাব্দ

জুলাইয়ে অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2025 ইং
ছবির ক্যাপশন:

জুলাই মাসে জ্বালানি তেলের দাম আগের মতোই অপরিবর্তিত থাকবে। জুন মাসের মতোই আগামী মাসেও প্রতি লিটার ডিজেলের দাম রাখা হয়েছে ১০২ টাকা, কেরোসিনের দাম ১১৪ টাকা, পেট্রোলের দাম ১১৮ টাকা এবং অকটেনের দাম ১২২ টাকা।

রোববার (২৯ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় নতুন এই দাম ঘোষণা করে।

এর আগে জুন মাসে ডিজেলের দাম ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা, পেট্রোলের দাম ১২১ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা এবং অকটেনের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা করা হয়।

অন্যদিকে, কেরোসিনের দাম ১০ টাকা বৃদ্ধি পেয়ে ১১৪ টাকা নির্ধারণ করা হয়। তবে জুলাই মাসের জন্য কেরোসিনের দামও অপরিবর্তিত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স