ঢাকা | বঙ্গাব্দ

নাটোরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2025 ইং
ছবির ক্যাপশন:

নাটোরের বড়াইগ্রামে শিশু ধর্ষণচেষ্টা: বৃদ্ধ শফিকুল ইসলাম গ্রেফতার

নাটোর, ২৯ জুন: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে শফিকুল ইসলাম (৫৭) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার ভবানীপুর পূর্বপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।


ঘটনার বিবরণ ও অভিযুক্তের পলায়ন

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, গত শুক্রবার সকালে ভবানীপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা বৃদ্ধ শফিকুল ইসলাম প্রতিবেশী আট বছর বয়সী একটি শিশুকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শফিকুল পালিয়ে যায়।


প্রভাবশালী মহলের টালবাহানা ও পুলিশের পদক্ষেপ

ওসি আরও জানান, ঘটনার পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ভিকটিমের পরিবারকে সমঝোতার কথা বলে বিষয়টি নিয়ে টালবাহানা করতে থাকেন। পরে এই ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ নিজ বাড়ি থেকে অভিযুক্ত শফিকুল ইসলামকে আটক করে। পরবর্তীতে যথাযথ আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে প্রেরণ করা হয় বলেও জানান ওসি গোলাম সারওয়ার।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স