ঢাকা | বঙ্গাব্দ

গণমাধ্যমের টেকসই উন্নয়নে বিবিসি মিডিয়া অ্যাকশন ও বিজেসির চুক্তি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2025 ইং
ছবির ক্যাপশন:

টেকসই সম্প্রচার মাধ্যমের বিকাশে বিবিসি মিডিয়া অ্যাকশন ও বিজেসির চুক্তি স্বাক্ষর

ঢাকা, ২৬ জুন: বাংলাদেশে দায়িত্বশীল ও টেকসই সম্প্রচার মাধ্যমের বিকাশে একসঙ্গে কাজ করার লক্ষ্যে বিবিসি মিডিয়া অ্যাকশন এবং ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকায় দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি অংশীদারিত্বমূলক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে স্বাক্ষর করেন বিবিসি মিডিয়া অ্যাকশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো. আল মামুন এবং বিজেসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজওয়ানুল হক


পেশাগত মানোন্নয়ন ও জনস্বার্থমূলক সাংবাদিকতায় সহায়তা

জানা গেছে, এই চুক্তির ফলে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বাস্তবায়নযোগ্য নীতিমালা প্রণয়ন এবং জনস্বার্থমূলক সাংবাদিকতার প্রসারে বিবিসি মিডিয়া অ্যাকশন সহায়তা করবে। এছাড়াও, সাংবাদিকদের সুরক্ষা, বিশেষ করে নারী সাংবাদিকদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে একযোগে কাজ করতে বিজেসি ঐকমত্য হয়েছে।

উল্লেখ্য, প্রায় আঠারোশ' সদস্যের সম্প্রচার সাংবাদিকদের সংগঠন বিজেসি শুরু থেকেই সম্প্রচার সাংবাদিকদের কল্যাণ ও সংবাদক্ষেত্রে পেশাদারিত্বমূলক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দুই প্রতিষ্ঠানের মধ্যে এই কারিগরি ও কৌশলগত সহযোগিতার চুক্তি বাংলাদেশের গণমাধ্যমকে আরও টেকসই এবং জনস্বার্থে অবদান রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।



নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স