ঢাকা | বঙ্গাব্দ

একজন উপদেষ্টা স্বার্থসিদ্ধির জন্য মুরাদনগরে ক্ষমতার অপব্যবহার করছেন: ফখরুল

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2025 ইং
ছবির ক্যাপশন:

মুরাদনগরে 'উপদেষ্টার ক্ষমতার অপব্যবহার': বিএনপি মহাসচিবের অভিযোগ, ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ঢাকা, ২৯ জুন: কুমিল্লার মুরাদনগরে একজন উপদেষ্টা নিজের স্বার্থসিদ্ধির জন্য ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এর ফলে দুষ্কৃতিকারীরা আশকারা পেয়ে সমাজবিরোধী নানা অপকর্মে মেতে উঠেছে। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।


'কাপুরুষোচিত চক্রান্ত ও সংখ্যালঘুদের ওপর নির্যাতন'

বিএনপি মহাসচিব তার বিবৃতিতে বলেছেন, "কাপুরুষোচিত ন্যাক্কারজনক ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্নখাতে প্রবাহিত করার এক গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। ফ্যাসিবাদী আমলের মতো নিজেরাই সংখ্যালঘুদের ঘরবাড়ি দখল ও নির্যাতন করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর ধারাবাহিকতা এখনও চলছে।"


মুরাদনগরে নারী ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার, ভিডিও ছড়ানোর দায়ে আটক ৪

এর আগে, গত বৃহস্পতিবার রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে এক নারী ধর্ষণের শিকার হন। এই ঘটনায় শুক্রবার ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মুরাদনগর থানায় অভিযুক্ত ফজর আলীকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন।

এরপর আজ সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে এই মামলার প্রধান অভিযুক্ত আসামি ফজর আলীকে গ্রেফতার করে পুলিশ।

এর আগেই, ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে চারজনকে গ্রেফতার করা হয়েছিল। তারা হলেন— আব্দুল হান্নানের ছেলে সুমন, জাফর আলীর ছেলে রমজান, মো. আলমের ছেলে আরিফ এবং মো. তালেম হোসেনের ছেলে অনিক। এরা সবাই মুরাদনগর থানার পাঁচকিত্তা থানার বাহেরচরের বাসিন্দা।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স