ঢাকা | বঙ্গাব্দ

এনবিআরের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2025 ইং
ছবির ক্যাপশন:

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের কোনো সমাধান না হওয়ায় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। তবে, সরকারের আশ্বাস এবং ব্যবসায়ী সংগঠনের অনুরোধে অবশেষে তারা শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছেন।

রোববার (২৯ জুন) রাতে এই কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মোহাম্মদ তারেক রিকাবদার জানান, সরকারের পক্ষ থেকে গঠিত কমিটিকে তারা স্বাগত জানিয়েছেন। কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ীদের অনুরোধে এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে, ১০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বৈঠক শেষে তিনি জানান, এনবিআরের চলমান সংকট সমাধানে ৫ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, ঘুষের বিনিময়ে কর ফাঁকি দেয়ার সুযোগ করে দেয়ার অভিযোগে এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এনবিআর সূত্র জানায়, অভিযুক্ত ছয়জনের মধ্যে পাঁচজনই চলমান আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত। তাদের মধ্যে হাসান মোহাম্মদ তারেক রিকাবদার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি। এছাড়া, সহসভাপতি পদে রয়েছেন মির্জা আশিক রানা ও শাহরীন সুস্মিতা।

গত ১২ মে থেকে এনবিআরের সংস্কার দাবিতে আন্দোলনে নেমেছেন কর্মকর্তা-কর্মচারীরা। এর ফলে দীর্ঘদিন ধরে অচলাবস্থার মধ্যে রয়েছে দেশের রাজস্ব আহরণ কার্যক্রম।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স