ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা আইনজীবী সমিতির সাবেক ১১ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2025 ইং
ছবির ক্যাপশন:

এগারো কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা আইনজীবী সমিতির বিগত তিন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার (২৯ জুন) রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়। আদালতের ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বাদীর জবানবন্দি গ্রহণ শেষে সন্ধ্যায় এই গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

আদেশপ্রাপ্ত আসামিরা হলেন,
২০২৪-২৫ মেয়াদ: সভাপতি আব্দুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাত শাওন, সিনিয়র সহসভাপতি আবুল কালাম মো. আক্তার হোসেন, ট্রেজারার ওমর ফারুক।
২০২৩-২৪ মেয়াদ: সভাপতি মিজানুর রহমান মামুন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জোবায়ের, সহ-সাধারণ সম্পাদক শ্রী প্রাণনাথ, ট্রেজারার বিবি ফাতেমা মুন্নি।
২০২২-২৩ মেয়াদ: সভাপতি মো. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজুর রহমান মন্টু, ট্রেজারার নুর হোসেন।

এর আগে, ঢাকা আইনজীবী সমিতির বর্তমান কমিটির সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মইনুল হোসেন অপু, ট্রেজারার আব্দুর রশীদ মোল্লা ও সদস্য জহিরুল হাসান মুকুল বাদী হয়ে তিনটি পৃথক মামলা করেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে সমিতির অর্থ আত্মসাৎ, প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে। আদালতের আদেশের পর এই ঘটনায় আইনজীবী মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স