ঢাকা | বঙ্গাব্দ

বাবুই পাখির বাসা ধ্বংস ও ছানা হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2025 ইং
ছবির ক্যাপশন:

ঝালকাঠি সদর উপজেলার পূর্ব গুয়াটন এলাকায় তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির বাসা ধ্বংস ও ছানা হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৯ জুন) বিকেলে পিরোজপুরের নেছারাবাদ থানা এলাকায় অভিযান চালিয়ে মোবারক ফকিরকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, গুয়াটন গ্রামের মোবারেক আলী ফকিরের জমির পাশের সরকারি সড়কের তালগাছটি দীর্ঘদিন ধরে বাবুই পাখিদের নিরাপদ আশ্রয়স্থল ছিল। ওই গাছে অসংখ্য বাবুই পাখির বাসা, ডিম ও ছানা ছিল। কিছুদিন আগে মোবারেক আলী ফকির মিজানুর রহমান নামে এক ব্যক্তির কাছে তালগাছটি বিক্রি করেন। পরে গাছটি কেটে ফেলার ফলে শত শত বাবুই পাখির ছানা ও ডিম ধ্বংস হয়ে যায়। এই নির্মম ঘটনায় এলাকাবাসী হতবাক ও ক্ষুব্ধ হয়ে পড়েন।

স্থানীয়রা আরও জানান, গাছটি শুধু একটি গাছ ছিল না, এটি ছিল একটি জীববৈচিত্র্যের কেন্দ্রবিন্দু। যারা এই কাজ করেছে তারা প্রকৃতি ও পরিবেশের বিরুদ্ধে অপরাধ করেছে। পরিবেশ সুরক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল। ঘটনার পর থেকে বাকি অভিযুক্তরা পলাতক রয়েছে।

এ বিষয়ে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন জানান, ঘটনাটি জানার পর বন বিভাগের কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, বাবুই পাখি বাংলাদেশের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংরক্ষিত একটি পাখি। তাদের বাসা তৈরি করার শিল্প ও সামাজিক আচরণ আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত। এমন নৃশংস ঘটনা শুধু পরিবেশ নয়, আমাদের মানবিক মূল্যবোধকেও গভীরভাবে আঘাত করে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স