ঢাকা | বঙ্গাব্দ

সেনাবাহিনীর উদ্যোগে ঘুষের টাকা ফেরত পাচ্ছেন জেলেরা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2025 ইং
ছবির ক্যাপশন:

পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ইউনিয়ন পরিষদে জেলেদের জন্য বরাদ্দকৃত আশি কেজি চাল বিতরণের কার্ড প্রদানকে কেন্দ্র করে ঘুষ গ্রহণের অভিযোগ উঠে। সিরিয়াল নম্বর দিয়ে চেয়ার-টেবিল পাওয়ার শর্তে জেলেদের কাছ থেকে ঘুষ আদায়ের ঘটনা নিয়ে যমুনা নিউজ একটি সংবাদ প্রকাশ করে, যা পরে বাংলাদেশ সেনাবাহিনীর নজরে আসে।

বাউফল অস্থায়ী সেনাক্যাম্পের উদ্যোগে জেলেদের নেওয়া ঘুষের টাকা ফেরত দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোমবার (৩০ জুন) দুপুর দুইটার পর সেনাবাহিনীর উপস্থিতিতে সরকারি নিবন্ধিত এক হাজার জেলেকে টাকা ফেরত দেয়া হবে বলে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানেল-১) জহিরুল ইসলাম নিশ্চিত করেছেন।

এর আগে, ২৮ জুন যমুনা নিউজের প্রকাশিত প্রতিবেদনে ধুলিয়া ইউনিয়ন পরিষদের একটি কক্ষে জেলেদের সিরিয়ালে দাঁড় করিয়ে চালের কার্ড প্রদানের বিনিময়ে ঘুষ নেওয়ার চিত্রসহ অভিযোগ উঠেছিল। প্রতিবেদনে বলা হয়, প্রতিজন জেলের কাছ থেকে ২০০ টাকা করে আদায় করতেন ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ও অস্থায়ী কম্পিউটার অপারেটর আব্দুল্লাহ আল মামুন। তবে বিষয়টি জানতে চাইলে সংশ্লিষ্টরা দায়সারাভাবে জবাব দিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স