গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গত শনিবার শত শত মানুষ ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে এবং বিভিন্ন ব্যানার掲িয়ে ভিয়েনার রাস্তায় অবস্থান নেয়। তারা ‘এখনই যুদ্ধবিরতি চাই’ শ্লোগান দিচ্ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে ভিয়েনার সাধারণ নাগরিকরা বক্তব্য প্রদান করেন। ওই সমাবেশে ইয়াসমিন আকারও উপস্থিত ছিলেন, যিনি চলতি মাসের শুরুতে গ্রেটা থুনবার্গের সঙ্গে গাজার জন্য ত্রাণ সহায়তা নিয়ে একটি জাহাজে রওনা দিয়েছিলেন। তবে ইসরায়েলি সেনারা তাদের ভূমধ্যসাগরের কাছে আটক করে দেশে ফেরত পাঠায়।