ঢাকা | বঙ্গাব্দ

অস্ত্র কেনার টাকা কোথায় পেলেন আসিফ, প্রশ্ন সায়েরের

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2025 ইং
ছবির ক্যাপশন:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাগ থেকে গুলির ম্যাগাজিন পাওয়া গেছে। রোববার (২৯ জুন) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ বিষয়টি স্বীকার করেছেন এবং এটি অনিচ্ছাকৃত ঘটনার ফলাফল বলে জানিয়েছেন।

এ ঘটনার পর বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের বিভিন্ন প্রশ্ন তুলে তার বক্তব্য দিয়েছেন। রোববার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, আসিফ ব্যক্তিগত নিরাপত্তার জন্য লাইসেন্সকৃত অস্ত্র রাখেন, যা তার পক্ষ থেকে ধন্যবাদের যোগ্য। তবে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে হলে আবেদনকারীকে নির্দিষ্ট কিছু নিয়ম ও শর্তাবলী পূরণ করতে হয়।

সাংবাদিক বলেন, “আসিফের বয়স হয়তো ৩০ বছর অতিক্রম করেছে, তবে লাইসেন্স আবেদনের আগে গত তিন বছর ধারাবাহিকভাবে বছরে তিন লাখ টাকা (পিস্তল/রিভলবার/রাইফেল ক্ষেত্রে) অথবা বছরে এক লাখ টাকা (শটগানের ক্ষেত্রে) কর পরিশোধের রেকর্ডসহ এনবিআর কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আসিফ তা পূরণ করেছেন কিনা তা জানা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “আসিফের ব্যক্তিগত আয়কর নথি দেখলেই বিষয়টি সহজেই পরিষ্কার হবে। আর যদি বিশেষ কোনো কারণে—মন্ত্রী পদমর্যাদার কারণে আয়কর থেকে অব্যাহতি পান, তাহলে অস্ত্র কেনার অর্থ কোথা থেকে এসেছে এবং কোথা থেকে অস্ত্র কেনা হয়েছে, সেসবও আমাদের জানা উচিত।”

সাংবাদিকের এসব প্রশ্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স