ঢাকা | বঙ্গাব্দ

জাপান প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে ইসির নতুন সিদ্ধান্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2025 ইং
ছবির ক্যাপশন:

নির্বাচন কমিশন (ইসি) জাপানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম চালু করতে যাচ্ছে। আগামী ৭ জুলাই থেকে টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এই কার্যক্রম শুরু হবে। নিবন্ধনের পুরো প্রক্রিয়া পরিচালনার জন্য ইসির একটি কারিগরি দল সেখানে পাঠানো হবে।

ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এই কার্যক্রমের তদারকির দায়িত্বে থাকবেন। তিনি ১৩ থেকে ১৭ জুলাই পর্যন্ত জাপানে সফর করবেন এবং সরাসরি ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদানের কার্যক্রম পরিদর্শন করবেন।

গত ২৬ জুন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মো. আব্দুল মমিন সরকার স্বাক্ষরিত এক পত্রে জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত রাষ্ট্রদূতকে এক কর্মকর্তা ও চারজন ডাটা এন্ট্রি অপারেটরের তালিকা প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়। দূতাবাস ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে বলে মমিন সরকার জানান।

ইসির কর্মকর্তারা আরও জানিয়েছেন, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদানের কার্যক্রম চলছে। এসব দেশে প্রায় ৪৭ হাজার ৩২ জন প্রবাসী ভোটার হতে আবেদন করেছেন। এর মধ্যে মিশন অফিস ২৯ হাজার ৫৬৩ জনের বায়োমেট্রিক তথ্য গ্রহণ করেছে এবং ২০ হাজার ৪৫১ জনকে ভোটার হিসেবে অন্তর্ভুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। অপরদিকে, ৩ হাজার ৬৭৭ জনের আবেদন বাতিল হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স