ঢাকা | বঙ্গাব্দ

দুপুরের মধ্যে যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2025 ইং
ছবির ক্যাপশন:

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সোমবার (৩০ জুন) দুপুরের মধ্যে দেশের আটটি জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই কারণে এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে সতর্কতার জন্য ১ নম্বর সতর্কসংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে মাঝারি থেকে প্রবল বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

নদীবন্দরগুলোকে এ অবস্থায় সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স