ঢাকা | বঙ্গাব্দ

নোয়াখালীতে আ. লীগ নেতা দিপু গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2025 ইং
ছবির ক্যাপশন:

নোয়াখালীর মাইজদী বাজার এলাকা থেকে দেশীয় তৈরি একটি পাইপগানসহ সাহেদুর রহমান দিপু (৫০) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার দিপু বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের একটি অংশের সক্রিয় নেতা হিসেবে পরিচিত।

শনিবার (২৮ জুন) রাত ১০টার দিকে নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব অনন্তপুর এলাকার ‘আনন্দধারা এলপি গ্যাস’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার (২৯ জুন) দুপুরে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিপুকে গ্রেপ্তার করা হয়। তার দোকানের সিলিংয়ের ওপর থেকে একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সাহেদুর রহমান দিপু জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক এমপি একরামুল করিম চৌধুরীর অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স