জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। সোমবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই অভিযোগপত্র জমা দেওয়া হয়। এতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টরসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে।
এর আগে গত ১৩ জানুয়ারি আবু সাঈদের পরিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই হত্যাকাণ্ডের বিচার দাবি করে অভিযোগ দেয়। পরে তদন্ত শেষে তদন্ত সংস্থা আদালতে তাদের প্রতিবেদন জমা দেয়, যেখানে ৩০ জনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্তদের মধ্যে পুলিশ সদস্য, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা এবং ছাত্রলীগের নেতৃবৃন্দের নাম রয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটি প্রথম কোনো সাধারণ হত্যাকাণ্ডের মামলা হিসেবে নজির স্থাপন করেছে। মামলায় ইতোমধ্যে চারজন আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন- পুলিশ কর্মকর্তা আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী।
এ মামলার মাধ্যমে আলোচিত এই হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।