ঢাকা | বঙ্গাব্দ

ব্যান্ড নির্ঝরের ২৫ বছর উদযাপন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2025 ইং
ছবির ক্যাপশন:

বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘নির্ঝর’ পথচলার ২৫ বছর পূর্ণ করেছে। ২০০০ সালের ৭ জুন বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে প্রথম একক কনসার্টের মধ্য দিয়ে যাত্রা শুরু করা এই ব্যান্ডটি গত ৭ জুন তাদের সংগীতময় পথচলার রজতজয়ন্তী উদযাপন করে।

এ উপলক্ষে শুক্রবার (২৭ জুন) রাজধানীর বনানীর যাত্রা বিরতিতে ‘২৫শে নির্ঝর’ শিরোনামে এক জমকালো কনসার্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নির্ঝরের বর্তমান লাইনআপে ছিলেন- গিটার ও ভোকালে জয় শাহরিয়ার, লিড গিটারে আমিন জামায়েল তিলক, বেইস গিটারে মারুফ-উল হক এবং পারকাশনে তাফসির খান।

কনসার্টে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা সংগীতশিল্পী এলিটা করিম, খৈয়াম সানু সন্ধি, সাইফ জামান, জনপ্রিয় গীতিকার শফিক তুহিন, রবিউল ইসলাম জীবনসহ আরও অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

প্রায় তিন ঘণ্টাব্যাপী জমজমাট এই কনসার্টে নির্ঝরের দুটি অ্যালবামসহ জয় শাহরিয়ারের অন্যান্য স্টুডিও অ্যালবামের জনপ্রিয় গান পরিবেশিত হয়। একই সঙ্গে দর্শক-শ্রোতাদের জন্য বাড়তি আনন্দ যোগ করে এলিটা করিম, সাইফ জামান এবং সন্ধির পরিবেশনা।

‘২৫শে নির্ঝর’ শিরোনামের এই বিশেষ কনসার্টটি আয়োজন করেছে আজব কারখানা ও যাত্রা বিরতি। অনুষ্ঠানটি ব্যান্ডটির দীর্ঘ ২৫ বছরের সফল সংগীতযাত্রাকে স্মরণীয় করে তোলে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স