ঢাকা | বঙ্গাব্দ

ঢাকায় ধূলিদূষণ রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার: সৈয়দা রিজওয়ানা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2025 ইং
ছবির ক্যাপশন:

ঢাকার বায়ুদূষণ বিশেষ করে ধূলিদূষণ কমাতে এ বছর বিশেষ উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী অক্টোবরের মধ্যেই রাজধানীর সব রাস্তার সংস্কার কাজ সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সোমবার (৩০ জুন) সকালে সচিবালয়ে চীনের বায়ুদূষণ বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি জানান, ঢাকার রাস্তাগুলো থেকে ভাঙাচোরা অংশ এবং মেয়াদোত্তীর্ণ পুরনো গাড়ি সরিয়ে ফেলা হবে। এ লক্ষ্যে ২৫০টি নতুন পরিবহন নামানোর কাজ ইতোমধ্যেই শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পুরনো যানবাহন সরিয়ে ফেললে এবং রাস্তাগুলোর সংস্কার সম্পন্ন হলে রাজধানীর বায়ুদূষণ উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা।

বৈঠকে দীর্ঘমেয়াদি বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সব বিভাগকে নিয়ে একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের পরামর্শ দিয়েছেন চীনের বায়ুদূষণ বিশেষজ্ঞরা।

গত দুই দিন ধরে ঢাকায় বায়ুদূষণের বাস্তব অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছে চীনা বিশেষজ্ঞ দল। তাদের মতামতের ভিত্তিতে ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে আরও কার্যকর ও টেকসই পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স