ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তানের বন্যা-ঢলে আরও ৮ জনের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2025 ইং
ছবির ক্যাপশন:

পাকিস্তানের করাচি, পাঞ্জাবের কিছু এলাকা ও গিলগিট-বালতিস্তানে প্রবল বৃষ্টিপাতের কারণে বন্যা, ঢল ও ঘরবাড়ি ধসের ঘটনায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। উদ্ধারকারী কর্মকর্তাদের বরাতে পাকিস্তানি গণমাধ্যম ডন এই তথ্য জানিয়েছে। রোববার এসব ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন।

পাকিস্তানে প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত মৌসুমি বৃষ্টিপাত হয়। এ বছর দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত চলছে, যার কারণে বেশ কয়েকটি শহরে বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

উদ্ধারকারী কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যা, হড়কা বান ও ধসের ঘটনায় দেশটির চারটি প্রদেশে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। বৃষ্টির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।

রোববার লাহোরে বৃষ্টির কারণে বিভিন্ন দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয় এবং আরও ১২ জন আহত হন। শহরের বিভিন্ন স্থানে দেয়াল ধসে একজন নিহত হয়েছেন, আর ১০ জন আহত হয়েছেন। ঝড়ো বাতাস ও প্রবল বৃষ্টির কারণে একটি বিলবোর্ড ধসে এক মোটরসাইকেল আরোহীর ওপর পড়ে তিনি মারা গেছেন; তার স্ত্রী ও সন্তান আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া লাহোরের বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়ার ঘটনাও ঘটেছে।

পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে বৃষ্টির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজন করাচি পিপিপির এক নেতার ছোট ভাই। নগর পুলিশের এসএসপি আরিফ আজিজ জানান, আব্দুল্লাহ আনোয়ার (৪১) নামে ওই ব্যক্তি খদ্দা মার্কেট এলাকায় একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ার ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। অন্যদিকে, নগরীর ক্লিফটন এলাকায় রাস্তা দিয়ে যাওয়ার সময় ভেজা বৈদ্যুতিক খাম্বায় স্পর্শ লাগায় ত্রিশোর্ধ এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তানে কার্গাহ নালায় হড়কা বানে ভেসে গিয়ে দুই বোনের মৃত্যু হয়। পাঞ্জাবের শরিফপুরায় বৃষ্টির মধ্যে একটি মাটির ঘর ধসে দুইজন নিহত হয়েছেন এবং এক ব্যক্তি আহত হয়েছেন। রোববারের ২৪ ঘণ্টায় পাঞ্জাবের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স