ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে স্নাইপার হামলায় দুই দমকলকর্মী নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2025 ইং
ছবির ক্যাপশন:

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলের আইডাহো অঙ্গরাজ্যের একটি পাহাড়ি এলাকায় আগুন নেভানোর সময় স্নাইপার হামলায় দুই জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

কুটেনাই কাউন্টির শেরিফ রবার্ট নরিস জানান, কোয়ালি ডি’আলেন শহরের নিকটে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন রাইফেল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর গুলি চালানো হচ্ছে এবং তারা এখনো সক্রিয় স্নাইপার হামলার মুখে রয়েছেন।

শেরিফ নরিস আরও জানান, পুলিশ সদস্যরা বিভিন্ন দিক থেকে গুলির শব্দ পাচ্ছেন। কানফিল্ড মাউন্টেন এলাকা থেকে বাসিন্দাদের দূরে থাকার জন্য বলা হয়েছে। এফবিআইয়ের ডেপুটি ডিরেক্টর ড্যান বংগিনো জানান, এফবিআই কৌশলগত সহায়তা প্রদান করবে।

আইডাহো গভর্নর ব্র্যাড লিটল এক্স প্ল্যাটফর্মে বলেন, “এটি আমাদের সাহসী ফায়ার সার্ভিস সদস্যদের ওপর একটি ঘৃণ্য এবং সরাসরি হামলা। আমি আইডাহোর সকল বাসিন্দাকে অনুরোধ করছি, তারা এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করুন।” তিনি আরও জানান, বিস্তারিত তথ্য পাওয়ার অপেক্ষায় আছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস সদস্যদের কাজ করার সুযোগ দিতে এলাকাটি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।

রোববার এক সংবাদ সম্মেলনে শেরিফ নরিস জানান, “আমরা নিশ্চিত নই সেখানে একজন, দুইজন, তিনজন না চারজন স্নাইপার রয়েছে কিনা। হামলাকারীর সংখ্যা এবং হতাহতদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।” কর্তৃপক্ষ ধারণা করছে, নিহত দুইজনই দমকলকর্মী।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স