ঢাকা | বঙ্গাব্দ

ইরান যদি ভালো ব্যবহার করলে তেল নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2025 ইং
ছবির ক্যাপশন:

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা, বিশেষ করে তেল রফতানির ওপর থাকা নিষেধাজ্ঞাগুলো শিথিল করতে প্রস্তুত বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এর জন্য শর্ত হিসেবে তিনি বলেন, ইরানকে অবশ্যই শত্রুতাপূর্ণ আচরণ বন্ধ করতে হবে, ভালো ব্যবহার করে শান্তির পথে ফিরতে হবে।

স্থানীয় সময় রোববার (২৯ জুন) ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “নিষেধাজ্ঞাগুলো আমাদের অনেক টাকা খরচ করছে, কিন্তু আমি ইরানের মতো দেশগুলোর জন্য এগুলো শিথিল করতে আগ্রহী, যদি তারা ভালো আচরণ করে। তারা তেল বিক্রি করতে পারবে এবং অন্যান্য কাজও করতে পারবে যা তারা করতে চায়।”

গত ২৪ জুন ট্রুথ সোস্যালে ট্রাম্প ঘোষণা দেন যে চীন এখন থেকে ইরান থেকে তেল কিনতে পারবে। তবে একদিন পর তিনি বলেন, ইরানের তেল রাজস্ব বন্ধ করার কোনো উদ্দেশ্য তার নেই, কারণ ইসরায়েলের সঙ্গে সংঘটিত যুদ্ধে দেশটিকে পুনর্গঠনের জন্য অর্থ প্রয়োজন।

তবে ২৭ জুন ট্রাম্প জানান, ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি ইরানের পুনর্গঠনে সহায়তার লক্ষ্যে নিষেধাজ্ঞা শিথিলের প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রেখেছেন।

রোববারের সাক্ষাৎকারে ট্রাম্প এক অভিযোগও নাকচ করেন, যেখানে বলা হচ্ছিল তার প্রশাসন চীনকে নিষিদ্ধ ইরানি তেল কিনতে অনুমতি দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, “নিষেধাজ্ঞা এখনও বলবৎ আছে। তবে যদি তারা কাজ করে, শান্তিপূর্ণ থাকে এবং প্রমাণ দেয় আর ক্ষতি করবে না, তাহলে আমি নিষেধাজ্ঞা তুলে নেব।”

ট্রাম্প ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের ‘আব্রাহাম চুক্তি’ প্রসঙ্গও উত্থাপন করেন। তিনি বলেন, “ইরানের হুমকিই ছিল এই অঞ্চলে শান্তির প্রধান প্রতিবন্ধকতা। ইরানই ছিল মূল সমস্যা।”

তিনি আরও বলেন, “আমি মনে করতাম একসময় ইরানও এই চুক্তিতে যোগ দেবে। সত্যি বলতে, তা তাদের বর্তমান অবস্থার চেয়ে অনেক ভালো হতো।”

ট্রাম্প উল্লেখ করেন, ইরানের সাম্প্রতিক প্রতিকূলতার পর নতুন কিছু দেশ এই চুক্তিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে, তবে সুনির্দিষ্ট কোনো দেশের নাম তিনি উল্লেখ করেননি।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স