তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশ ভয়াবহ দাবানলে পুড়ছে। স্থানীয় সময় রোববার (২৯ জুন) সমুদ্রতীরবর্তী এই প্রদেশের বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে। তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত আশেপাশের এলাকায় ছড়িয়ে যায়।
ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে বইছে বাতাস, যা আগুনের লেলিহান শিখাকে তুরস্কের জনপ্রিয় পর্যটন নগরী ম্যান্ডেরেস এলাকায় পৌঁছে দিয়েছে। এই কারণে সাময়িকভাবে ইজমির আন্তর্জাতিক বিমান বন্দর বন্ধ রাখা হয়েছে।
জঙ্গলের কাছাকাছি ৬টি এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১ হাজার ফায়ার সার্ভিস কর্মী কাজ করছেন। এছাড়াও ১১টি বিমান এবং ২৭টি হেলিকপ্টার থেকে রাসায়নিক স্প্রে করে আগুন নেভানোর চেষ্টা চলছে। স্থানীয় প্রশাসন দাবানলের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে।