যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের কোর ডি’আলেন এলাকায় আগুন নেভাতে গিয়ে স্নাইপার হামলায় দু’জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতরা মূলত অগ্নিনির্বাপক কর্মী বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন এবং কমপক্ষে একজন বা একাধিক স্নাইপার উচ্চ ক্ষমতাসম্পন্ন রাইফেল নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন কুটেনাই কাউন্টির শেরিফ রবার্ট নরিস।
শেরিফ নরিস বলেন, “আমরা নিশ্চিত নই হামলাকারীরা একজন, দুইজন, তিনজন নাকি চারজন। পুলিশ সদস্যদের রিপোর্ট অনুযায়ী, গুলি একাধিক দিক থেকে আসছে।”
কুটেনাই কাউন্টি ফায়ার অ্যান্ড ইএমএসের অডিওতে এক অগ্নিনির্বাপক কর্মী জানান, এই আগুন সম্ভবত ইচ্ছাকৃতভাবে প্রথম প্রতিক্রিয়াকারীদের টার্গেট করার জন্য লাগানো হয়েছিল। অর্ধ একর এলাকা জুড়ে ছড়িয়ে থাকা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।
ঘটনাস্থলে কতজন আহত হয়েছেন তা এখনও জানা যায়নি। শেরিফ জানান, পাহাড়ে থাকা হাইকার এবং স্থানীয়রা এখনও আটকা পড়েছেন।
তিনি আরও বলেন, “এটি কয়েক দিনের বড় অপারেশন হতে পারে। আগামী কয়েক ঘণ্টা কঠিন হবে। আমি আশা করি দ্রুত হামলাকারীদের শনাক্ত ও আটক করা সম্ভব হবে, কারণ তারা আত্মসমর্পণের কোনো ইঙ্গিত দিচ্ছে না।”
শেরিফ নরিস বলেন, হামলাকারীরা আধুনিক স্পোর্টিং রাইফেল ব্যবহার করছে।
ঘটনায় একাধিক সংস্থা তদন্ত করছে। এফবিআইও ট্যাকটিক্যাল ও অপারেশনাল সহায়তা প্রদানের জন্য বিশেষ ইউনিট পাঠিয়েছে বলে জানিয়েছেন ডেপুটি ডিরেক্টর ড্যান বঙ্গিনো।
কুটেনাই কাউন্টি জরুরি ব্যবস্থাপনা বিভাগ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার এবং এ এলাকায় প্রবেশ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।
ভিডিও ও ছবি থেকে দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। একটি পুলিশ গাড়ি বাধা পার হয়ে দ্রুতগতিতে যায় এবং রাস্তা বন্ধ করে রাখা হয়েছে।
আইডাহো গভর্নর ব্র্যাড লিটল স্থানীয়দের এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়ে বলেন, “আজ উত্তর আইডাহোতে আগুন নেভাতে গিয়ে একাধিক সাহসী অগ্নিনির্বাপক কর্মী হামলার শিকার হয়েছেন। তাদের ওপর এই নির্মম হামলা আমরা নিন্দা জানাচ্ছি। আমরা আরও তথ্য জানার অপেক্ষায় আছি এবং সবাইকে তাদের ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি।”
ঘটনাটি ক্যানফিল্ড মাউন্টেন ন্যাচারাল এরিয়ায় সংঘটিত হয়েছে, যা শহরের পূর্ব পাশে অবস্থিত ২৪ একর জমির একটি পার্ক। এখানে বেশ কিছু হাইকিং ও বাইকিং ট্রেইল এবং ঘন বনাঞ্চল রয়েছে।