ঢাকা | বঙ্গাব্দ

কর্মসূচি প্রত্যাহারের পর স্বাভাবিক হচ্ছে এনবিআরের কার্যক্রম

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2025 ইং
ছবির ক্যাপশন:

কর্মসূচি প্রত্যাহারের পর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। সোমবার (৩০ জুন) সকাল থেকেই এনবিআরের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা আবার কর্মস্থলে যোগদান করেছেন। কয়েক দিনের স্থবিরতার পর এনবিআরে পুনরায় কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে।

ব্যবসায়ীদের মধ্যস্থতায় গত রাতেই ‘মার্চ ফর এনবিআর’ এবং ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার করা হয়। সকাল নয়টার আগ থেকেই কর্মকর্তা-কর্মচারীরা অফিসে প্রবেশ শুরু করেন। এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান সকাল আটটার দিকে অফিসে পৌঁছান।

জমে থাকা কাজগুলো করতে এনবিআরে সেবা গ্রহীতাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। রাজস্ব ভবনের সামনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও ছিল।

কর্মসূচি প্রত্যাহারের পর এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে হাসান মোহাম্মদ তারেক রিকাবদার জানান, কিছু বিষয়ে ইতিবাচক সাড়া এসেছে। সরকার যে কমিটি গঠন করেছে, সেটি আমরা স্বাগত জানাই। ব্যবসায়ীদের অনুরোধের প্রেক্ষিতে সব কার্যক্রম সচল রাখতে শাটডাউন প্রত্যাহার করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স