ঢাকা | বঙ্গাব্দ

স্বাভাবিক অবস্থায় ফিরেছে হিলি স্থলবন্দর

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2025 ইং
ছবির ক্যাপশন:

দিনাজপুরের হিলি স্থলবন্দরে আবারও স্বাভাবিক হচ্ছে কাস্টমসের কার্যক্রম। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের অপসারণের দাবিতে চলমান 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি প্রত্যাহারের পর সোমবার (৩০ জুন) সকাল থেকেই কাজে যোগ দিয়েছেন কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীরা।

সকালে কাস্টমস অফিস খোলার পর থেকেই আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা বিল অব এন্ট্রি সাবমিটসহ পণ্য পরীক্ষণ ও শুল্কায়নের কাজ শুরু করেছেন। এতে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। পাশাপাশি বন্দরের ভেতরে পণ্য লোড-আনলোডের কাজও শুরু হয়েছে।

তবে দুপুর ১২টার আগে পর্যন্ত ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেনি। ব্যবসায়ীরা জানিয়েছেন, সাধারণত দুপুরের পর থেকেই ভারতীয় ট্রাক প্রবেশ শুরু হয়।

এর আগে, গত শনিবার ও রবিবার এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে দুইদিন 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি পালনের কারণে কাস্টমস কার্যক্রম বন্ধ থাকায় সরকার প্রায় ৭ থেকে ৮ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয় বলে কাস্টমস সূত্র জানিয়েছে।

কর্মসূচি প্রত্যাহারের ফলে বন্দর এলাকায় স্বস্তি ফিরেছে আমদানিকারক, রপ্তানিকারক ও সংশ্লিষ্ট ব্যবসায়ী মহলে।


নিউজটি আপডেট করেছেন : Abdur Rabby

কমেন্ট বক্স