জমি নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামের সাতকানিয়ায় এক প্রধান শিক্ষককে প্রকাশ্যে বেঁধে রেখে হেনস্তা ও মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর নাম আবদুর রহমান। এ ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।
আবদুর রহমান বান্দরবানের সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল কদুখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার বাড়ি সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বুচির পাড়ায়।
তিনি জানান, গত শুক্রবার (২৭ জুন) বিকেলে স্থানীয় শামসুল ইসলামের সঙ্গে জমি নিয়ে চলমান বিরোধের জের ধরে তাকে আলোচনার কথা বলে ডেকে নেয়া হয়। সেখানে গিয়ে শামসুলের লোকজন তাকে একটি সাদা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নিতে চায়। তিনি রাজি না হওয়ায় প্রকাশ্যে তাকে বেঁধে রেখে মারধর ও অপমান করা হয়।
এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।