বেইজিংয়ে শুরু হয়েছে আকর্ষণীয় ‘রোবো লিগ ফুটবল টুর্নামেন্ট’, যেখানে রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সমন্বয়ে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি প্রতিষ্ঠান ও গবেষণা সংগঠনের তৈরি আধুনিক রোবট দলগুলো স্বয়ংক্রিয়ভাবে ফুটবল ম্যাচে অংশ নিচ্ছে।
এই রোবট দলগুলো এআই প্রযুক্তি ব্যবহার করে নিজেরাই পাস, শুটিং ও কৌশল নির্ধারণ করছে। প্রতিযোগিতার মাধ্যমে রোবোটিক্স, সেন্সর প্রযুক্তি ও মেশিন লার্নিংয়ের সর্বশেষ উন্নয়ন প্রদর্শিত হচ্ছে।
চীন, জাপান, জার্মানি, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের দলগুলো এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। আয়োজকরা জানান, ভবিষ্যতে ফুটবলে প্রযুক্তির ভূমিকা কেমন হতে পারে, তা অন্বেষণের লক্ষ্যেই এই আয়োজন। তবে এতে রোবটরা মানুষকে প্রতিস্থাপন করবে না, বরং খেলাকে আরও উন্নত ও আকর্ষণীয় করতে প্রযুক্তির সহায়তা করবে।
রোবোটিক্স ও এআই ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থী ও গবেষকরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন। বিশ্লেষকদের মতে, প্রযুক্তির এমন ব্যবহারে ফুটবলের কৌশল ও বিশ্লেষণে নতুন মাত্রা যোগ হবে। এছাড়া দর্শকদের জন্য এটি এক নতুনধরনের উপভোগ্য অভিজ্ঞতা বলেও জানান আয়োজকরা।